মিনি বাসকে পিছন থেকে ধাক্কা, পটিয়ায় সড়কে ঝরলো দুই প্রাণ

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ at ১২:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস পিছন থেকে একটি মিনি বাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিনি বাসের দুই যাত্রী নিহত হয়। এ সময় মিনি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সড়কের পাশে জমিতে ছিটকে পড়ে।

আজ রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসা হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় ২ যাত্রী নিহত ও ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের নুর নবীর পুত্র মোঃ ভোলা (৫০) ও একই এলাকার সাবু (৬০) দুর্ঘটনাস্থলেই নিহত হয়। এতে বাসের অপর চার যাত্রী আহত হয়।

নিহতদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে স্থানীয়রা জানান। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।

এ বিষয়ে ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মোঃ জসিম উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

পূর্ববর্তী নিবন্ধজার্মানিতে ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কা, নিহত ৫
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি