মিনিয়াপোলিস থেকে সরানো হচ্ছে বিতর্কিত অভিবাসন কর্মকর্তা বোভিনোকে

| বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিতর্কিত অভিবাসন বিরোধী অভিযানে রদবদল হচ্ছে। মিনিয়াপোলিস থেকে শীর্ষ অভিবাসন কর্মকর্তা ও অভিযানের কমান্ডার গ্রগোরি বোভিনোকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউজ। খবর বিডিনিউজের।

গত শনিবার মিনিয়াপোলিসে কেন্দ্রীয় কর্মকর্তাদের গুলিতে ৩৭ বছর বয়সী নার্স অ্যালেক্স প্রেট্টি নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার মুখে অভিযানে এই রদবদল হচ্ছে। বেভিনোকে ক্যালিফোর্নিয়ায় তার আগের পদে ফিরিয়ে দেওয়া হবে। সেখান থেকে তিনি শিগগিরই অবসরে যেতে পারেন।

মঙ্গলবার থেকে কমান্ডার বোভিনো এবং তার অধীনে থাকা কিছু অভিবাসন কর্মকর্তা মিনিয়াপোলিস ত্যাগ করবেন। বোভিনোর জায়গায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে মাঠ পর্যায়ে নেতৃত্বের দায়িত্ব নিচ্ছেন ‘সীমান্ত সম্রাট’ টম হোম্যান। বিশ্লেষকরা মনে করছেন, এই রদবদলের মাধ্যমে ট্রাম্প প্রশাসন তাদের আগ্রাসী অবস্থান কিছুটা শিথিল করার ইঙ্গিত দিচ্ছে। কমান্ডার গ্রেগোরি বোভিনো অভিযানের অন্যতম প্রধান মুখ ছিলেন। তিনি হয়ে উঠেছিলেন অভিবাসীদের আতঙ্কের নাম। মাত্র কয়েক দিনের ব্যবধানে মিনিয়াপোলিসে অভিবাসন এজেন্টদের গুলিতে দুজন প্রাণ হারিয়েছেন। গত শনিবার দ্বিতীয় মার্কিনি অ্যালেক্স প্রেট্টি নিহতের পর বোভিনো দাবি করেছিলেন যে, প্রেট্টি ফেডারেল এজেন্টদের নির্বচারে হত্যা করতে চেয়েছিলেন। আত্মরক্ষার্থে অভিবাসন কর্মকর্তা গুলি ছুড়েছেন।

পূর্ববর্তী নিবন্ধগত ১০ দিনে ভূমধ্যসাগর পার হতে গিয়ে কয়েকশ মানুষ নিখোঁজ হয়েছেন অথবা মারা গেছেন
পরবর্তী নিবন্ধভারতে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব