মিথ্যে নয়

স্বাতী ব্যানার্জী | রবিবার , ৮ ডিসেম্বর, ২০২৪ at ৭:১৭ পূর্বাহ্ণ

না মিথ্যে নয় কোনো এক অলস দিনে

আকাঙ্ক্ষা ভর করেছিলো স্বপ্নমুঠোয়

আমি আগুন জ্বরে পুড়ছিলাম

মুখে গোপনসুর শুধু তোমার নাম।

পূর্ণ চাঁদের মায়া গ্রাস করেছিলো পথরেখা

যেন আমি ভিন্ন গ্রহের কেউ সময়হীন অপেক্ষায় রত

চুপিসারে অন্তরের চিলেকোঠা ভেদ করে বর্ষণের মেঘ

সরাসরি বুকের পাঁজরে এসে লাগে ভাঙনের ঢেউ।

কল্পচ্যুত হতে হতে অচেনা লাগে চেনা পথরেখা

ঘুম গেলো ভেঙে একি সন্মোহন নাকি সুযোগ সন্ধানী ষড়যন্ত্র?

পথ ভুলে অলীক স্বপ্নে ভাসছে উদাসী পথিক।

পূর্ববর্তী নিবন্ধসমৃদ্ধির স্বর্ণদ্বার চট্টগ্রাম বন্দর
পরবর্তী নিবন্ধপ্রাথমিক শিক্ষা করা জাতির অগ্রগতির জন্য অপরিহার্য