মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে বিএনপির সরকার পতনের আন্দোলন বন্ধ করা যাবে না। কারামুক্ত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার পূর্ব ষোলশহর, ৬নং ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হলে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। ডা. শাহাদাত আরো বলেন, আপনারা ভেদাভেদ ভুলে আন্দোলনের জন্য প্রস্তুত হোন। পৃথিবীর কোনো দেশে জনগণের ভোটাধিকার হরণ করে স্বৈরশাসকরা ক্ষমতায় স্থায়ী হতে পারেনি। দেশের বর্তমান পরিস্থিতিতে বোঝা যায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষের পেটে ভাত নাই, পরনের কাপড় নাই অথচ সরকার জনগণের কথা চিন্তা না করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। বিএনপি দীর্ঘদিন যাবৎ ক্ষমতার বাইরে থেকেও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
ডা. শাহাদাত বলেন, সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা সাজিয়ে গ্রেপ্তারে ব্যস্ত। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এই অবৈধ সরকারের পতন প্রয়োজন। এ সময় মহানগর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল আজিজ, সহ যুব বিষয়ক সম্পাদক ইসমাইল বাবুল, সদস্য এস এম নুরুল আলম, আবদুল মতিন কোম্পানি, ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল বাশার, বিএনপি নেতা জানে আলম, মোহাম্মদ মনজুর আলম, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর নবী, মোহাম্মদ সেলিম, আবু তাহের, আবুল কালাম, আবদুর রহিম, সোলেমান, জয়নাল প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।