চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আসা একটি চালান আটক করেছে কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বন্দরের জে আর ইয়ার্ডে পণ্যের কন্টেনারটির কায়িক পরীক্ষার উদ্যোগ নেয়া হয়। তবে মিথ্যা ঘোষণার পণ্য বেশি হওয়ায় আজ বুধবার আবার কায়িক পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন এআইআর শাখার একজন কর্মকর্তা।
এআইআর শাখা সূত্রে জানা গেছে, পাবনার ঈশ্বরদীর এমজিএল কোম্পানি বিডি লিমিটেড কম্বলের কাপড় ঘোষণায় প্রবাসী কর্তৃক তাদের আত্মীয়-স্বজনের জন্য প্রেরিত পণ্য, প্রসাধনী, ইলেকট্রিক পণ্য, খেলনাসহ ব্যক্তিগত পণ্য নিয়ে আসে। চালানটি খালাসে দায়িত্বপ্রাপ্ত সিএন্ডএফ ছিল আগ্রাবাদ এলাকার প্রত্যয় ইন্টারন্যাশনাল। চট্টগ্রাম কাস্টমসের এআইআর শাখার উপ-কমিশানার এম শরফুদ্দিন মিয়া দৈনিক আজাদীকে বলেন, আগে থেকে লক একটি কন্টেনার কায়িক পরীক্ষা করার সময় মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির বিষয়টি আমরা দেখতে পাই। পরে কন্টেনারটি ফোর্স কিপ ডাউন করে কমিশনার স্যারের অনুমতিক্রমে আগামীকাল (আজ) শতভাগ কায়িক পরীক্ষা করার সিদ্ধান্ত হয়। কায়িক পরীক্ষা শেষে শুল্কফাঁকির বিষয়সহ পুরো চিত্র তুলে ধরতে পারবো।