মিথ্যা ঘোষণায় রপ্তানির চেষ্টাকালে নগরীর মেসার্স এছাক ব্রাদার্স ডিপো থেকে চার কন্টেনারে রপ্তানি নিষিদ্ধ ৪২ টন সুগন্ধী চাল জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল বিকেলে এ ঘটনা ঘটে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ–পরিচালক মোছাম্মৎ আয়েশা সিদ্দিকা বলেন, নিজেদের কারখানায় উৎপাদিত বিস্কুটসহ বিভিন্ন শুকনো খাবার রপ্তানির ঘোষণা দেয় নীলফামারির খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অভিজাত ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এসব চালান তারা সিঙ্গাপুর ও সৌদি আরবে সুগন্ধি চাল রপ্তানি করছিল।
তবে গোপন সংবাদের ভিত্তিতে আমরা রপ্তানি চালান দুটি স্থগিত করে কন্টেনারগুলো জব্দ করি। কায়িক পরীক্ষায় কন্টেনার চারটিতে ৪২ টন কুইন ব্র্যান্ডের কালিজিরা সুগন্ধ চাল পাওয়া যায়। রপ্তানিকারকের মনোনীত সিএন্ডএফ প্রতিষ্ঠান ছিল এন আর এন্টারপ্রাইজ। অবৈধভাবে সুগন্ধী চাল রপ্তানি চেষ্টা করায় রপ্তানি নীতি ২০২১–২৪ ও কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।