মিথ্যা ঘোষণায় আমদানি করা বিএমডব্লিউ ঢাকা থেকে জব্দ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৪ নভেম্বর, ২০২৪ at ৮:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা একটি বিএমডব্লিউ গাড়ি ঢাকার তেজগাঁও এলাকার একটি ওয়ার্কশপ থেকে জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল বিকেলে ঢাকার তেজগাঁও শিল্প এলাকার মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে সার্ভিসিং করা অবস্থায় জব্দ করা হয় বলে অধিদপ্তরের যুগ্ম পরিচালক মাজেদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রামের দেওয়ানহাট শেখ মুজিব রোডের নাগইয়া কর্পোরেশন ২০২০ সালের ৩ মে ৫৩০ মডেলের বিএমডব্লিউ ৫ সিরিজের গাড়ি আমদানির ঘোষণায় ৭৪০ মডেলের ব্র্যান্ড নিউ বিএমডব্লিউ ৭ সিরিজের গাড়ি আমদানি করে। আমদানির সময় আমদানিকারক আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে শুল্ক ফাঁকি দেয়। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় অধিদপ্তরের চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক মিনহাজ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়। যার রেজিস্ট্রেশন নম্বরচট্টমেট্রো১৪১৭৪৫। পরবর্তীতে গাড়িটি ঢাকা শুল্ক গুদামে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদুর্বল সাত ব্যাংক পেল সোয়া ৬ হাজার কোটি টাকা
পরবর্তী নিবন্ধবন্দরের অভ্যন্তরে হটওয়ার্কের ক্ষেত্রে পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন