থাইল্যান্ডের মহাচুলালংকরণরাজাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের লোকপ্রশাসন বিভাগ থেকে মিথিলা চৌধুরী পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর পিএইচডির অভিসন্দর্ভের বিষয় ছিলো ‘বুদ্ধ ধর্মের মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রামে মানব সম্পদ উন্নয়ন।’ তিনি গত ২ ফেব্রুয়ারি ঐ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ডেসার্টেশন ডিফেন্স পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে ডক্টর অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি লাভ করেন। প্রফেসর ড. সমান নাগামসানিথ এবং প্রফেসর ড. সুরিন নিয়ামংকনের তত্ত্বাবধানে মিথিলা এই গবেষণা সম্পন্ন করেন। উল্লেখ্য, মিথিলা বাওয়া স্কুল থেকে এসএসসি, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে এইচএসসি এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি প্রয়াত সাহিত্যিক-সাংবাদিক বিমলেন্দু বড়ুয়ার পুত্রবধূ। প্রেস বিজ্ঞপ্তি।











