মিথিলার বিরুদ্ধে নির্মাতার অভিযোগ

| শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৬ পূর্বাহ্ণ

অনন্য মামুনের নতুন সিনেমা ‘অমানুষ’। মুক্তি প্রতিক্ষিত এই সিনেমার শিল্পী মিথিলার বিরুদ্ধে নির্মাতার অভিযোগের শেষ নেই। খুব শিগগিরই এ প্রসঙ্গে সবকিছু জানাবেন বলে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন এই নির্মাতা। কী করেছেন মিথিলা যে কারণে সোশ্যাল মিডিয়ায় ‘হোক প্রতিবাদ’ হ্যাশট্যাগ দিয়ে প্রতিবাদ করছেন নির্মাতা। জানতে চাইলে অনন্য মামুন বলেন, সংবাদ সম্মেলন করে সব জানাবেন।
গতকাল মিথিলার ছবি দিয়ে ক্যাপশনে অনন্য মামুন লিখেছেন, কোনোভাবেই মাথা ঠাণ্ডা রাখতে পারলাম না। অনেক হয়েছে। এবার সময় এসেছে সত্যিটা বলার। কোনোদিন কাউকে নিয়ে বলিনি- এবার বলবো।
তার সঙ্গে তাল মিলিয়ে অনেক শিল্পী-কুশলীও এই প্রতিবাদে অংশ নিচ্ছেন। সিনেমাটিতে মিথিলার বিপরীতে অভিনয় করেন নিরব। তিনি মিথিলার ছবি পোস্ট করে ফেইসবুকে পোস্ট করেছেন, অথচ কথাচাপা অনেকদিনের অভ্যাস। যেহেতু পরিচালক অনন্য মামুন ভাই বলবে, আমি উপস্থিত থেকেও কেন এড়িয়ে যাব? হোক না বন্ধু।’
সিনেমার শুটিং শেষ হলেও ডাবিং ও সম্পাদনার কাজ এখনও বাকি রয়েছে বলে জানান নির্মাতা। তবে এটাও ঠিক নির্মাতা অনন্য মামুন মানেই তুমুল আলোচনা-সমালোচনা। তার ক্যারিয়ারে সবগুলো সিনেমা নির্মাণ আর মুক্তির আগে কোনো না কোনো ঘটনা ঘটেছে। এই সিনেমাটি বাকি ছিল। তাই হয়তো পরিকল্পিত ভাবেই প্রচারণার অংশ হিসেবে এই পথ বেছে নিয়েছেন এই নির্মাতা। তা না হলে একজন শিল্পীর বিরুদ্ধে পুরো টিমের অভিযোগ! যেখানে অতীতে কোনো ঘটনা ঘটলে গা বাঁচানোর চেষ্টায় ব্যস্ত থাকেন সহকর্মীরা। আর এখানে রীতিমত আন্দোলন গড়ে তুলেছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের উন্নয়নে সেবা সংস্থাগুলোকে বাস্তবমুখী পদক্ষেপের আহ্বান
পরবর্তী নিবন্ধআইয়ুব বাচ্চুর কন্যা শোনাবেন অজানা গল্প