মিতু হত্যা মামলায় ভোলার জামিন নামঞ্জুর

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৫ নভেম্বর, ২০২১ at ১১:১১ পূর্বাহ্ণ

আলোচিত মাহমুদা খানম মিতু খুনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা এহতেশামুল হক প্রকাশ ভোলার জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মিস মামলা করে তার পক্ষে জামিন চেয়ে আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষের কৌসূলি ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। ২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানাধীন ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। এই ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামি করে একটি মামলা করেন। সে সময় বাবুল আক্তার দাবি করেন, জঙ্গিরাই তার স্ত্রীকে গুলি করে হত্যা করেছেন। পাঁচলাইশ থানায় করা উক্ত মামলা ডিবি পুলিশ হয়ে তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্ত শেষে সংস্থাটি গত ১২ মে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। যেখানে বলা হয়, বাবুল আক্তারই স্ত্রী মিতুকে পরিকল্পিতভাবে হত্যা করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৫
পরবর্তী নিবন্ধনৌকা ডুবে যুক্তরাজ্যগামী ৩০ শরণার্থীর মৃত্যু