মিতু হত্যা তদন্তের অগ্রগতি জানতে চায় হাই কোর্ট

| বৃহস্পতিবার , ৩ ডিসেম্বর, ২০২০ at ১০:১৯ পূর্বাহ্ণ

চার বছর আগে চট্টগ্রামে তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানতে চেয়েছে হাই কোর্ট। আগামী ৩১ জানুয়ারির মধ্যে মামলার তদন্ত কর্মকর্তাকে লিখিতভাবে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গতকাল বুধবার এ মামলায় কারাবন্দি আসামি মোতালেব মিয়া ওরফে ওয়াসিমের জামিন শুনানির সময় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী শংকর প্রসাদ দে। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী। খবর বিডিনিউজের।
পরে মো. সারওয়ার হোসেন বাপ্পী সাংবাদিকদের বলেন, ওয়াসিমের জামিন শুনানিকালে গত ২৩ নভেম্বর মামলার নথিসহ (সিডি) তদন্ত কর্মকর্তাকে গতকাল বুধবার হাজির হতে বলেছিলেন আদালত। স্বামী বাবুল আক্তারের সঙ্গে মাহমুদা খানম মিতু; ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম শহরে হত্যা করা হয়েছিল তৎকালীন পুলিশ সুপার বাবুলের স্ত্রীকে।
আদেশ অনুযায়ী তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা হাজির হয়ে বলেছেন, তিনি কিছু দিন আগে তদন্তভার পেয়েছেন। এরপর আদালত ৩১ জানুয়ারির মধ্যে তদন্তের অগ্রগতির লিখিত প্রতিবেদন চেয়েছেন। আর জামিন আবেদন ৪ ফেব্রুয়ারি পর্যন্ত স্ট্যান্ডওভার (মুলতবি) রেখেছেন। আইনজীবী শংকর প্রসাদ দে জানান, তার মক্কেল (ওয়াসিম) সাড়ে চার বছর ধরে জেলে আছেন।

পূর্ববর্তী নিবন্ধচবিতে লক্ষাধিক টাকার তার চুরি
পরবর্তী নিবন্ধব্যবহারের পর যত্রতত্র ফেলা হচ্ছে মাস্ক