মিডিয়া টাইকুন মারডক ও জেরি হলের বিবাহ বিচ্ছেদ

| শুক্রবার , ২৪ জুন, ২০২২ at ৭:০২ পূর্বাহ্ণ

মিডিয়া টাইকুন রুপার্ড মারডক এবং মডেল জেরি হলের বিবাহ বিচ্ছেদ ঘটেছে। এ বিষয়ে জানেন এমন দুই ব্যক্তির বরাত দিয়ে গত বুধবার নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টে এ কথা বলা হয়।

৯১ বছর বয়সী মারডকের এটি চতুর্থ বিবাহ বিচ্ছেদ। ২০১৬ সালের মার্চে লন্ডনে তিনি জেরি হলকে (৬৫) বিয়ে করেন। ফোবর্স ম্যাগাজিনের হিসেবে অস্ট্রেলিয়ান নাগরিক মারডকের সম্পদের পরিমাণ ১৭ বিলিয়ন ডলারেরও বেশী। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বিয়ে বিচ্ছেদে তার ব্যবসার মালিকানা কাঠামোয় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তার কোম্পানির মালিকানায় ‘ফক্স নিউজ’ এবং ‘ওয়াল স্ট্রিট’ জার্নালও রয়েছে। বিশ্বব্যাপী তার মিডিয়া সাম্রাজ্যের মধ্যে ‘নিউইয়র্ক পোস্ট’, ‘টাইমস অফ লন্ডন’ এবং ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’ রয়েছে।

মারডকের এক মুখপাত্র ব্রাইস টমের সঙ্গে এএফপি যোগাযোগ করলে এ বিষয় তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। একটি বিবৃতির জন্য জেরি হলের এক প্রতিনিধিকে অনুরোধ জানানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। খবর বাসসের।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৩.২৪ কোটি টাকা
পরবর্তী নিবন্ধশ্রীলংকার অর্থনীতি পুরোপুরি ধসে পড়েছে: প্রধানমন্ত্রী