নগরীর পাঠানটুলি রোডস্থ মিড পয়েন্ট হাসপাতাল সাময়িক বন্ধের আদেশ প্রত্যাহার করে কার্যক্রম চালুর অনুমোদন দিয়েছে চট্টগ্রামের সিভিল সার্জন। গতকাল মঙ্গলবার এক অফিস আদেশে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৫ মে হাসপাতাল পরিদর্শনকালে বেশ কিছু অনিয়ম পাওয়ায় মিডপয়েন্ট হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছিল। এ সময় কৈফিয়ত তলব করে নোটিশও প্রদান করা হয়। ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ ভুল স্বীকার ও বিভিন্ন সমস্যাদির সমাধান করায় সার্বিক দিক বিবেচনা করে মিডপয়েন্ট হাসপাতাল ও মেটারনিটি সেন্টার লি. কার্যক্রম সরকারি নিয়মনীতি মোতাবেক পুনঃ চালুর নির্দেশ প্রদান করা হলো।
উল্লেখ্য, ২০০৯ সালে চট্টগ্রামের পাঠানটুলি রোডে মিডপয়েন্ট হাসপাতাল ও মেটারনিটি সেন্টার লি. কার্যক্রম পরিচালনা করছে।