জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, ছোট্ট আয়তনের এই বাংলাদেশ মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় অবস্থানে। এটা একটা বিস্ময়ের ব্যাপার। এদেশে পর্যাপ্ত মাছ উৎপাদন না হলে আমাদের আমিষের অভাব হত। বিশেষত আমরা যে আমিষ মাছ থেকে পাচ্ছি তা সত্যিই অতুলনীয়। তাই, প্রযুক্তির সঠিক ব্যবহার করে মাছ উৎপাদনে আমরা প্রথম হতে চাই। বর্তমান সরকার মিঠা পানির মাছ আহরণের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিচ্ছে।
গতকাল বুধবার ‘ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’–এ স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, দেশের অন্যতম মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে সম্প্রতি মাছগুলো বিষ প্রয়োগে মারা যায়নি। কি কারণে মারা যেতে পারে তা নিয়ে সংশ্লিষ্টরা কাজ করছে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য ফারুক ময়েদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস গণি চৌধুরী, ভাইস চেয়ারম্যানদ্বয় আশরাফ উদ্দীন ও সাজেদা বেগম। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া। বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জাফর উল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ মো. বয়ান এবং মৎস্য উদ্যোক্তা মাহাবুব আলম চৌধুরী। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সফল মৎস্য উদ্যোক্তা মাহাবুবুল আলম চৌধুরী ও মোহাম্মদ হোসেনকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।