চট্টগ্রামের মাঠে রানের পাহাড় গড়েছে সেন্ট্রাল জোন। বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএলের) চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে বিসিবি নর্থ জোনের বিপক্ষে ২১১ রানে এগিয়ে রয়েছে সেন্ট্রাল জোন। দলটির দুই ওপেনার মিজানুর রহমান এবং মোহাম্মদ মিঠুন মিলে উদ্বোধনী জুটিতে ৩২৭ রান যোগ করে। যা বাংলাদেশে প্রথম শ্রেণির ক্রিকেটে উদ্বোধনী জুটিতে তৃতীয় সর্বোচ্চ। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ ৩৫০ রানের রেকর্ডটি রনি তালুকদার আর আব্দুল মজিদের। আর নাজমুল হোসেন শান্তর সঙ্গে প্রথম উইকেটে মিজানুর রহমানের আছে ৩৪১ রানের রেকর্ড জুটি। গতকাল মোহাম্মদ মিঠুনকে সাথে নিয়ে সেই দুই রেকর্ড ভাঙার সুযোগ ছিল মিজানুর রহমানের সামনে। কিন্তু উত্তরাঞ্চলের নাইম ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলে প্রথম উইকেটে সবচেয়ে বড় জুটিটি গড়া হলো না মিজানের। তবে তার আর মোহাম্মদ মিঠুনের তোলা ৩২৭ রানের পার্টনারশিপটি এখন প্রথম শ্রেণির ক্রিকেটে উদ্বোধনী জুটিতে তৃতীয় সর্বাধিক। সেই রেকর্ড জুটি গড়ে সেন্ট্রাল জোনকে রীতিমত চালকের আসনে বসিয়ে দিয়েছেন মিজান আর মিঠুন। দিন শেষে ২১১ রানের বড়সড় লিড শুভাগত হোম বাহিনীর। আর তাদের সংগ্রহ ২ উইকেটে ৪৩০। গতকাল প্রায় সারাদিনও ব্যাট করেছে মিজান এবং মিঠুন। মিজান ২৪৩ বলে ২১ বাউন্ডারি আর ৩ ছক্কায় ১৬২ রানে আউট হলে ভাঙে এজুটি। তার সঙ্গী মিঠুন ২৫৭ বলে ফিরে যান ১৭৬ রানে। তার ব্যাট থেকে আসে ২১ চার ও ২ ছক্কা। দুই ওপেনার আউট হবার পর সৌম্য সরকার ৬৫ বলে ৩৯ রান করে অপরাজিত রয়েছেন। আর সালমান হোসেন ইমন অপরাজিত আছেন ৫৪ বলে ৪০ রান করে। নর্থ জোনের বোলাররা সারাদিন চেষ্টা করেও আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মিজান এবং মিঠুনকে আউট করতে পারেনি। যদিও বেশ কয়েকবার সহজ এবং কঠিন সুযোগ দিয়েছিল দুজন। কিন্তু সে ক্যাচ গুলো ধরতে পারেনি নর্থ জোনের ফিল্ডাররা। আজ নিজেদের লিডটাকে কতদুর নিয়ে যায় সেন্ট্রাল জোনের ব্যাটসম্যানরা সেটাই এখন দেখার অপেক্ষা। এর আগে ম্যাচের প্রথম দিনে সেন্ট্রাল জোনের বোলারদের দাপটের মুখে পড়ে ২১৯ রানে নিজেদের প্রথশ ইনিংস শেষ করেছিল নর্থ জোন। গতকাল নর্থ জোনের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন নাঈম ইসলাম এবং নোমান চৌধুরী।