মিজানুছ ছালাম একাডেমির শিক্ষার্থীরা বিশ্বে জ্ঞানের দ্যুতি ছড়াবে

এরাবিক কালচারাল অনুষ্ঠানে সুফি মিজান

| বুধবার , ১ জানুয়ারি, ২০২৫ at ৬:৫৮ পূর্বাহ্ণ

আরবি কালচার চর্চায় এরাবিক ডিবেট ও মঞ্চনাটক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার পিএইচপি ফ্যামিলির সহযোগিতায় মিজানুছ ছালাম একাডেমি হল রুমে মিজানুছ ছালাম এরাবিক ল্যাঙ্গুয়েজ সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

আরবি ভাষায় ডিবেট এবং শিক্ষণীয় নাট্যমঞ্চএ দুই পর্বে ভাগ ছিল এরাবিক কালচারাল অনুষ্ঠান। এতে অংশ নেন মিজানুছ ছালাম এরাবিক ল্যাঙ্গুয়েজ সেন্টারের শিক্ষার্থীরা। প্রথম পর্বে পক্ষে ও বিপক্ষে দুই ভাগে মোট আটজন শিক্ষার্থী অংশ নেন। তাদের বিতর্কের বিষয় ছিলো ‘ফেসবুকের উপকারিতা ও অপকারিতা’। শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে তার দল ফেসবুকের পক্ষে ডিবেট কার্যক্রম পরিচালনা করেন এবং বিপক্ষের দল শিক্ষার্থী মোহাম্মদ আলী হায়দারের নেতৃত্বে ফেসবুকের বিপক্ষে তাদের ডিবেট কার্যক্রম পরিচালনা করেন। অভিজ্ঞ বিচারকমণ্ডলী বিপক্ষ দলকে বিজয়ী ঘোষণা করা হয়। দ্বিতীয় পর্বে শিক্ষণীয় নাট্যমঞ্চ উপস্থাপন করা হয়, এতে নয়টি চরিত্রে মোট ১৬ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

স্বাগত বক্তব্যে দেন পিএইচপি ফ্যামিলির চেয়রম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আরবি পবিত্র কোরআনের ভাষা। ঐতিহ্যবাহী এ ভাষা অন্যান্য ভাষার চেয়ে প্রসিদ্ধ। এই ভাষার চর্চা হলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। আরবি ভাষার চর্চায় ‘মিজানুছ ছালাম একাডেমি’ দেশের মধ্যে একটি অনন্য প্রতিষ্ঠান হিসাবে খ্যাতি অর্জন করবে। এখান থেকে শিক্ষার্থীরা বের হয়ে পুরো বিশ্বে জ্ঞানের দ্যুতি ছড়াবে। এই প্রতিষ্ঠানের সঙ্গে প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে। ইসলামি উচ্চ শিক্ষায় প্রতি বছর এখান থেকে মিশরের এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে। আমরা প্রকৃত ইসলামের চর্চা করতে চাই।

পিএইচপি ফ্যামিলির পরিচালক আলী হোসেন সোহাগ বলেন, প্রথমবারের মতো মিজানুছ ছালাম একাডেমি থেকে স্কলারশিপ নিয়ে আল আযহার বিশ্ববিদ্যালয়ে গেছে। আশা করি আগামীতে এ সংখ্যা আরও বাড়বে। অনুষ্ঠানে অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম রিংকু, জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান, মুফতি কাজী আব্দুল ওয়াজেদ, সোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি, জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা মোহাম্মদ ওসমান গণি, সিরাজুল মোস্তফা।

মিজানুছ ছালাম এরাবিক ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক ড. মাওলানা মুহাম্মাদ মোহাম্মদ সাইফুল ইসলাম আযহারীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাওলানা সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দীন আল আযহারী, মাওলানা মোহাম্মদ শায়েস্তা খান আল আযহারী, মাওলানা আবু আহমাদ আল আযহারী, মাওলানা ড. মোহাম্মদ ফখরুল ইসলাম কাদেরী, আরবি ভাষা কোর্সের শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক আল আযহারী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহোটেল আগ্রাবাদ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধসুস্থ হয়ে বনে ফিরলো বুনো হাতি