মি‌ছিলে বের হয়ে হাসপাতালে ভর্তি আবু সু‌ফি‌য়ান

| বৃহস্পতিবার , ১৫ আগস্ট, ২০২৪ at ৫:২২ অপরাহ্ণ

মি‌ছিলের জন্য ঘর থেকে বের হয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান চট্টগ্রাম মহানগর বিএন‌পির সাবেক সি‌নিয়র সহ সভাপ‌তি আবু সুফিয়ান। পরে নেতাকর্মী তাকে হাসপাতালে নিয়ে যান।

বৃহস্প‌তিবার (১৫ আগস্ট) সাড়ে ১২ টার দিকে মহানগর দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের সাথে মি‌ছিল নিয়ে বের হওয়ার সময় দাঁড়ানো অবস্থা থেকে হঠাৎ পড়ে তি‌নি যান। তি‌নি এখন নগরীর এক‌টি প্রাই‌ভেট হাসপাতালে ভ‌র্তি রয়েছেন।

বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন তার সাথে এক কর্মী।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার
পরবর্তী নিবন্ধ২৭ দিন পর কক্সবাজারে ট্রেন চলাচল শুরু, যাত্রীদের স্বস্তি