বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে যাওয়া একটি মিছিলের ভিডিও ধারণ করার সময় সাইদুল ইসলাম চিশতি (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। একটি ইংরেজি মাধ্যম স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী চিশতি গরমের মধ্যে পড়ে মারা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কাজির দেউড়ি স্টেডিয়াম সংলগ্ন হল টোয়েন্টিফোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সাইদুল ইসলাম চিশতি নগরীর এনায়েত বাজার ডায়াবেটিক হাসপাতাল–সংলগ্ন এলাকার চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের সাবেক ফুটবলার এবং চসিক একাদশের ফুটবল কোচ নজরুল ইসলাম বাবুর একমাত্র পুত্র।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে হোটেল রেডিসন ব্লুতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একটি কর্মসূচি উপলক্ষে কোতোয়ালী থানা ছাত্রদলের নেতাকর্মীরা স্টেডিয়াম গেট এলাকায় অবস্থান নেন। সেখান থেকে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনি সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে অগ্রসর হচ্ছিলেন তারা। মিছিল চলাকালে চিশতি মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিল। এ সময় হঠাৎ পেছন দিকে ঘুরে সে সড়কে পড়ে যায়। পড়ে যাওয়ার পরপর তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। গত রাতে জানাজা শেষে চিশতির লাশ চৈতন্যগলি কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে সাইদুল ইসলাম চিশতির মৃত্যুতে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলালসহ নির্বাহী কমিটির সকল সদস্য গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এছাড়া সিজেকেএস ক্লাব সমিতির পক্ষ থেকে সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীমসহ কার্যকরী কমিটির সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। একইসাথে চট্টগ্রাম ফুটবল কোচে’স এসোসিয়েশনের এডহক কমিটির পক্ষে কমিটির আহবায়ক নজরুল ইসলাম লেদু ও সদস্য সচিব মাসুদ পারভেজ কায়সার গভীর শোক প্রকাশ করেছেন।












