মিছিলের ফলাফল

পুষ্পিতা সেন | বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

মিছিলে গিয়েছে ওরা, উদ্ধত পা

কী পেল ফলটা তাতে, কী হলো আদায়?

যত না শস্যবোনা ছিল এ ধরায়

ঝরে গেল সব আজ অস্ত্রের ঘায়।

বোঝে না ফুলের ঘ্রাণ, তাই মরে ফুল

বোঝেনি মন্দ ভালো, শুদ্ধ কি ভুল!

মিছিলের পা আঘাতে চাপা পড়ে খুন

রাখা যত অভাবের শব্দ ঠোঁটে

রাখেনি খবর তার জ্বলছে আগুন

পুড়ছে পাকস্থলী ক্ষুধার চোটে।

খিদেয় মরছে পেট, পোড়ে মন তবে

মিছিল মশালে তাতে কীবা ফল হবে!

পূর্ববর্তী নিবন্ধমায়া
পরবর্তী নিবন্ধএকগুচ্ছ পদ্য