মিউনিসিপ্যাল মডেল স্কুলের ২০০২ ব্যাচের পুনর্মিলনী

| রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৩:৩৮ পূর্বাহ্ণ

স্কুল ছাড়ার ২০ বছর পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের ২০০২ ব্যাচের প্রাক্তন ছাত্রদের প্রথম পুনর্মিলনী গত শুক্রবার সম্পন্ন হয়েছে। সেদিন স্কুল অডিটোরিয়াম মিলনায়তনে বসেছিল শিক্ষক, কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা। এসেছেন প্রাক্তন শিক্ষকরা। সকাল ১১টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি চলে রাত ১০টা পর্যন্ত। সারাদিনের অনুষ্ঠানমালার মধ্যে ছিল জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র গীতাপাঠ, পবিত্র ত্রিপিটক পাঠ, পবিত্র বাইবেল পাঠসহ র‌্যালি সহকারে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।
পরে সৌমেন চৌধুরীর সহযোগিতায় এবং উজ্জ্বলচন্দ্র নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ অনুষ্ঠান, যা ‘কৈশোরের বন্ধুরা’ নামে ম্যাগাজিনের মোড়ক উন্মোচনের মাধ্যমে শুরু হয়। মহিউদ্দিনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে স্মৃতিচারণে অংশগ্রহণ করেন ২০০২ ব্যাচের ছাত্র ডা. জাহেদউল্ল্যাহ, ডা. মহিউদ্দিন, ডা. অভিষেক, শোভন পারিয়াল, নাজমুল হোসেন রুমি, মিঠন দাশ ও মোরশেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, প্রাক্তন অধ্যক্ষ এইচ এম ফজলুল কাদের চৌধুরী, লুৎফুন্নেসা, কাজল, শিহাবউদ্দিন, রতন, যীশু, আব্দুল হক স্যারসহ প্রাক্তন মিউনিসিপ্যাল পরিষদের (ওমসা) সাধারণ সম্পাদক সাদেক হোসেন পাপ্পু এবং সম্পাদকমণ্ডলীর সদস্য মো. সাইফুদ্দিন। এ সময় শ্রদ্ধেয় ব্যক্তিবর্গকে ফুলেল শুভেচ্ছা জানানোসহ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপরই ব্যান্ড প্রোগ্রামের মাধ্যমে শুরু হয় বন্ধুদের আনন্দ-উচ্ছ্বাস।
র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে শেষ হওয়া এ অনুষ্ঠানে প্রায় ১৫০ জন প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রত্যেকের জন্য ছিল গিফট। আগামীতে আরো বড় পরিসরে অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছে আয়োজকরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদ্রুত গতির পিকআপ আটকাতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধবায়তুশ শরফ জাতিভিত্তিক একটি আধ্যাত্মিক ও সেবামূলক প্রতিষ্ঠান