চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত কর্ণফুলী গ্রুপ মহানগরী স্কুল (বালক–বালিকা) হ্যান্ডবল লিগ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ লিগের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি কৃষ্ণ পদ রায়।
উদ্বোধনী খেলায় বালক বিভাগে মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ ৫–১ গোলে পাথরঘাটা সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে শুভ ৩টি ও আসিফ ২টি গোল করেন। ম্যান অব দ্যা ম্যাচ হন শুভ। তার হাতে ক্রেস্ট তুলে দেন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। দিনের অপর খেলায় বালিকা বিভাগে পন্থিছিলা উচ্চ বিদ্যালয় ৭–০ গোলে বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে শাকিবা ৪টি ও মারিয়া ৩টি গোল করেন। এ খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন শাকিবা। তার হাতে সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান ক্রেস্ট তুলে দেন। এর আগে হ্যান্ডবল কমিটির সম্পাদক মনোরঞ্জন সাহার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান ও উপ–পুলিশ কমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল খালেক চৌধুরী ও মিউসিনিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, ইবাদুল হক লুলু।
পুলিশের উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (উত্তর) ও হ্যান্ডবল কমিটির ভাইস চেয়ারম্যান আরাফাতুল ইসলাম, তৈয়বুর রহমান,মিসেস ফরিদা বেগম, ফরিদ আহম্মদ, নেওয়াজ মোহাম্মদ খান,সেকান্দর কবির,আবদুল হাই জাহাঙ্গীর,শামিম আজাদ খোকন,মনতোষ ঘোষ, হ্যান্ডবল কমিটির যুগ্ম সম্পাদক ও হ্যান্ডবল একাডেমির সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ, যুগ্ম সম্পাদক এনামুল হাসান, তানজিনা রহমান প্রমুখ।










