মিউনিখে ইসরায়েলি কনস্যুলেটের কাছে পুলিশের গুলিতে নিহত

| শুক্রবার , ৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৩৫ পূর্বাহ্ণ

জার্মানির মিউনিখে ইসরায়েলি কনস্যুলেট ও নাৎসি ইতিহাস জাদুঘরের কাছে পুলিশের গুলিতে সশস্ত্র এক ব্যক্তি নিহত হয়েছেন। বাভারিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াখিম হারমান খবর জানিয়েছেন। বৃহস্পতিবার পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের সময় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়। পরে তার মৃত্যু হয়েছে বলে জানান রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী। খবর বিডিনিউজের।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে একটি লম্বা আগ্নেয়াস্ত্র হাতে ওই এলাকায় দেখা গিয়েছিল। এরপর ৫ পুলিশের সঙ্গে তার গুলিবিনিময় হয়। মিউনিখ পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, হামলাকারী পুরুষ ছিল এবং আমরা নিশ্চিত সে এখানে বন্দুক নিয়ে হামলা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ অগ্রসর হলে ঘটনাস্থলেই মারা যান তিনি, হারম্যান সাংবাদিকদের জানিয়েছেন। মিউনিখ পুলিশ জানিয়েছে, বাভারিয়া রাজ্যের রাজধানীতে অন্য কোনো সন্দেহভাজন বা ঘটনার কোনো আলামত পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭.৮৫ কোটি টাকা
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ডে মাওরিদের নতুন রানি হলেন প্রয়াত রাজার মেয়ে