মিউজিক স্টেশন মেট্রোনাম

| মঙ্গলবার , ৯ ডিসেম্বর, ২০২৫ at ৭:৩৬ পূর্বাহ্ণ

সঙ্গীত মনুষ্যত্ব বিকাশের উৎকৃষ্ট মাধ্যম। মানুষকে শুদ্ধ করার, জীবনকে অনুভব করার এবং সমাজকে সভ্যতার পথে এগিয়ে নেওয়ার জন্য সঙ্গীতকে ছড়িয়ে দেওয়ার বিকল্প নেই।’ মিউজিক স্টেশন মেট্রোনামের উদ্বোধনী অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর দুই নম্বর গেট এলাকায় অনুষ্ঠিত হয়। এতে অতিথিবৃন্দ এ কথা বলেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাহাতউল্লাহ জাহিদ। বক্তব্য দেন সঙ্গীতজ্ঞ হাসান ইসমাঈল, ফিডব্যাক ব্যান্ডের ভোকাল রায়হান আল হাসান, ড্রিমস অব আর্টিস্ট সোসাইটির সভাপতি শামসুল হুদা আহমেদ শাওন, প্রতিষ্ঠানের উদ্যোক্তা মাহবুবুর রহমান, আসলাম উদ্দিন, মিউজিসিয়ান মানিক জসিম প্রমুখ। সার্বিক পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ইমাম হোসাইন অর্ক। পরে ব্যান্ড দরবার, শিল্পী ইমাম হোসাইন অর্ক, রবিন, এহসান ও সজীব সঙ্গীত পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআসছে ৬ শিল্পীর গান
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৫.৭৬ কোটি টাকা