মা

আ.ফ.ম. মোদাচ্ছের আলী | বুধবার , ১৭ মে, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

স্কুলে তোর হবে যেতে

পড়তে হবে রোজ

মা মানেতো তিনিই আমার

রাখেন সকল খোঁজ।

বকাটকা দিলে লাগে

হয় অভিমান কত

ডাকলে কাছে আদর দিয়ে

দূর হয়ে যায় গত।

মা মানে তো পূব আকাশের

সূর্যমুখী হাসি

জীবন জুড়ে মাগো তোমায়

বড়ই ভালোবাসি।

পূর্ববর্তী নিবন্ধমাকে দিলাম
পরবর্তী নিবন্ধমা ছাড়া মা ছাড়া