মাকে ভালোবাসি বড়
খুব ভালোবাসি
ভালো লাগে দেখি যদি
মার মুখে হাসি।
মায়ের ওই হাসি দেখে
খুশি ভরা বুক
প্রাণে পাই শান্তি যে
আরো কত সুখ।
মাকে দেখে যাই যদি
প্রিয় কোনো কাজে
বিজয়ের সুখ পাই
প্রাণে সুর বাজে।
আমি দাঁড়িয়েছি
মায়েরই দোয়ায়
আড়ালে আমাকে মা
সাহস যোগায়।
সৈয়দা সেলিমা আক্তার | রবিবার , ১৪ মে, ২০২৩ at ৬:৪৮ পূর্বাহ্ণ
