মা

স্মরণিকা চৌধুরী | শনিবার , ১৩ মে, ২০২৩ at ৭:০১ পূর্বাহ্ণ

তুই যে মাগো আঁধার ঘরে

পূর্ণিমারই আলো

সকল কাজে এগিয়ে থাকিস

কাজটি করতে ভালো

তুই যে মা ঢাল যে হোস

সন্তানের বিপদ এলে

সবার আগে এগিয়ে থাকিস

ভীষণ ভয় পেলে।

দুমুঠো ভাতে পেটটি ভরাস

দুঃখের বারোমাসে

তোর কোলেতে স্নেহের মায়া

পাই যে সর্বশ্বাসে।

তোকে নিয়ে লিখতে গেলে

হবে না লেখা শেষ

ভালোবাসার স্নেহের মায়ায়

অবিনশ্বর রেশ

তোরই জন্য জীবন আমার

দেখেছি বিশ্বের মায়া

তোর পায়েতে জান্নাত আমার

ভালোবাসার ছায়া।

পূর্ববর্তী নিবন্ধচলুন মাকে ভালো রাখি
পরবর্তী নিবন্ধমায়ের তুলনা শুধু মা-ই