মা

শর্মি বড়ুয়া | বৃহস্পতিবার , ১১ মে, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

মায়ের মতন এত আপন

কোথাও নেই আর

মাকে ভুলে থাকবে এমন

সাধ্য আছে কার?

মাকে ছাড়া পৃথিবীটা

অন্ধকারে ঘেরা।

মা যে আমার শ্রেষ্ঠ নারী

বিশ্বে সেরার সেরা।

দুঃখ কষ্ট সব ভুলে যাই

মায়ের ছোঁয়া পেলে।

মায়ের স্নেহে হলাম বড়

দিব্যি হেসে খেলে।

পূর্ববর্তী নিবন্ধসেই তুমি
পরবর্তী নিবন্ধশূন্য নটিকেল মাইল