মা

নীল রতন দাশগুপ্ত | শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ১০:৪৩ পূর্বাহ্ণ

জননীর চরনাশ্রমে স্বর্গ পুণ্যফল,

দ্বিগুণ সঙ্কট তার মাতৃ আজ্ঞা অমান্যে বিফল।

মা গন্ধ মধু বসুন্ধরা সতী,

সৃষ্টিকর্তার তিলোত্তমা নাশিনী দুর্গতি।

শিরোপরে শোভা মাতৃ আশীর্বাদ,

প্রচণ্ড আঘাত আসে ভুললে মাকে সাথে বিবাদ।

রবির কিরণ যেন মায়ের আকুতি প্রকাশ।

মার আরামের জন্য আমার পরিশ্রম দীর্ঘশ্বাস।

ফুলের মাঝে যে সুগন্ধ, শোভা বিন্যাস,

মার কোলে বসে মিলে তার অপূর্ব ন্যাশ।

মাগো তোমাকে অস্থির দেখলে শরবৃষ্টি ঝরে,

তোমার স্পর্শে জীবন শীতল শান্তিতে ভরে।

পূর্ববর্তী নিবন্ধস্কুল গেইট থেকে ডাস্টবিনটি সরিয়ে নেয়া হোক
পরবর্তী নিবন্ধপথচলা ছিল কণ্টকাকীর্ণ