মা

আলী আকবর বাবুল | শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫ at ৫:৪৮ পূর্বাহ্ণ

মা, বহু বছরে পরে মুক্ত হয়েছো শিকলউড়ছে পাখা, তোমার জান্নাতেএপারের দুর্গম পথে কত ব্যথাকত না বলা কথাকত না দেখার চোখকত হৃদয় ক্ষরণে ভিজেছিল এ জীবন দৌড়মা মা মাএ বিলাপ একান্ত আমার। এ চিৎকার তোমার জন্মজঠরের হাহাকার। আচ্ছা, মা বল তোতুমি ছাড়া তোমার সন্তানের কী অস্তিত্ব? মা, জানোগত কয়েকদিন যেনকত শত মরুপ্রান্তরশতশত ঝড়ের শব্দের মত বিঁধে যাচ্ছেএ তামামমা মা মা। এখানে কিছু নেই, তুমি নাই কিছু নাই, মা দেখ, গাছে বাতাস দুলছে, চমকাচ্ছে তোমার বাড়ির আঙিনা, কাঁপছে তোমার কদম ছোঁয়া মাটি

সেই সাথে তরতরিয়েফুলে উঠছেতোমার চির গন্তব্যে ফিরের যাওয়া পালসেখানে অঝোরে কাঁদছেতোমার ছেঁড়া ধনতোমারে সন্তান। মা মা মারে কই গেলে তোমারে পাব মা, কোথায় আস্তানা। মা তোমার না ফেরার ঘুম যেন আমার জন্য এক একটা কান্নার সানাই!

পূর্ববর্তী নিবন্ধরমজানে ভাইরাল হওয়ার নেশা বন্ধ করা হোক
পরবর্তী নিবন্ধশিশুরা অনিরাপদ; অনিশ্চয়তায় সন্তানদের জীবন