মা

মেহুল পাল | বুধবার , ২ অক্টোবর, ২০২৪ at ৫:০৬ পূর্বাহ্ণ

(৩২,২১৮)

এই পৃথিবীতে যার কাছে

শিখেছি প্রথম ভাষা,

তাঁর কাছেই যে আমি

সবচেয়ে বড় আশা।

এই ভুবনে সবচেয়ে বেশি

মাকে যে ভালোবাসি,

সুখদুঃখের প্রতিটি ক্ষণে

তাঁর কাছেই ছুটে আসি।

স্কুল থেকে বাড়ি ফিরে

মাকেই খুঁজে ফিরি,

সময় পেলে মায়ের সাথেই

সব গল্প করি।

মায়ের মমতার পরম ছোঁয়া

যখন আমি পাই,

এই জীবনের শত কষ্ট

সহজেই ভুলে যাই।

মায়ের হাতের সবকিছুই যে

আমার কাছে খাঁটি,

তাঁর দেখানো জীবন পথেই

সামনের দিকে হাঁটি।

পূর্ববর্তী নিবন্ধএকটা কথা
পরবর্তী নিবন্ধবাবা