মা

মোঃ দিদারুল ইসলাম | বুধবার , ৮ মে, ২০২৪ at ৮:১৬ পূর্বাহ্ণ

এই ভুবনে স্বার্থ বিনা, আদর তোমার পাই;

তুমি আমার বেহেশত মা, তুলনা যার নাই।

শীতল করে তোমার ছায়া,

তুমি বিলাও অপার মায়া,

তোমার স্নেহের পরম পরশ, আমি সদা চাই;

হাত বুলিয়ে দিও মা গো, যখন যেথা যাই।

মায়ের মুখে ফুটলে হাসি, জুড়ায় আমার চোখ;

হৃদয় কোণে দুঃখ জমে, দেখলে গোমড়া মুখ।

নিজের জীবন তুচ্ছ করে,

আগলে রাখো জনম ভরে,

মা গো তোমার যত্ন যেন, জান্নাতেরই সুখ;

সবকিছু মা অসাড় লাগে, তুমি পেলে দুখ।

মা গো তুমি কাজের চাপে, থাকো এলোকেশ;

যতোদিন মা বাঁচো তুমি, যায় না তাহার রেশ।

মা যে আমার পরম পাওয়া,

প্রভুর নিকট আমার চাওয়া,

সদা আমার সুখের লাগি, যিনি খেটে শেষ;

জনমভর সেই মাকে নিয়ে, থাকি যেন বেশ।

পূর্ববর্তী নিবন্ধমানুষের কথা ভেবে তরুণদের এগিয়ে আসতে হবে : ড. অনুপম সেন
পরবর্তী নিবন্ধমায়ের স্মৃতি