(৩২,১০৮)
মা যে আমার বড্ড বোকা
সবাই শুধু তাই দেয় ধোকা,
কীভাবে সব নাও মানিয়ে?
কষ্টগুলো না জানিয়ে।
দিন শেষে ক্লান্ত মুখ
তোমার নেই কোনো সুখ,
কী লাভ মা এতো করে?
যদি কেউ বুঝতে না পারে।
প্রণাম তোমার চরণে মাগো
এইবার তো একটু জাগো।
প্রিয়ন্তী দেব (প্রিতু) | বুধবার , ৭ জুলাই, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ