মা হওয়ার গুঞ্জন সত্য নয় ছোট্ট একটি অস্ত্রোপচার হয়েছে : মাহি

| বুধবার , ৫ জানুয়ারি, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির একটি ফেসবুক পোস্টকে ঘিরে নতুন গুঞ্জন ছড়িয়েছে। গত সোমবার দেওয়া সেই পোস্টটিতে মাহি লিখেন, ‘এখনো আমি সেই স্পর্শটা অনুভব করতে পারছি। আমি দেখতে পাচ্ছি তুমি ঘুমিয়ে আছো।’ মাহির এই পোস্ট দেখে অনেকেই ধারণা করেছিলেন, মাহি মা হতে চলেছেন। কেউ কেউ বলছেন, সেটারই তিনি ইঙ্গিত দিয়েছেন এ পোস্টে। এমনকি কয়েকটি অনলাইন পোর্টালে খবর প্রকাশিত হয় যে, মা হচ্ছেন মাহিয়া মাহি! কিন্তু মাহি জানালেন, তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সঠিক নয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে একটি জাতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘গুঞ্জনটি সত্য নয়। মূলত আমার ছোট্ট একটি অস্ত্রোপচার হয়েছে শরীরে। বর্তমানে আমি ভালো আছি। গতকাল হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। আশা করছি, শীঘ্রই আবার শুটিং সেটে প্রত্যাবর্তন করবো।’ এর আগে ফেসবুকে কিছু ছবি পোস্ট করেন মাহি। ক্যাপশনে লিখেছেন, ‘এবং এখানে আমার নতুন বছরের ছবি, আলহামদুলিল্লাহ, রাকিব সরকার।’ গত বছরের নভেম্বরে মাসে গাজীপুরের রাজনীতিক-ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহি।

পূর্ববর্তী নিবন্ধহ্যারি পটারভক্তদের জন্য এক জাদুকরি গল্প
পরবর্তী নিবন্ধগুঞ্জন সত্যি করে বিয়ে করলেন মিম নিজেই প্রকাশ করলেন ছবি