পৃথিবীতে সবচেয়ে আপন ব্যক্তিটি হলো ‘মা’। যার কোনো তুলনা হয়না। মায়েই আমাদের সুন্দর এই পৃথিবীতে আসার প্রধান মাধ্যম। ‘মা’ ছাড়া আমাদের সবার জীবন অন্ধকার। পৃথিবীতে স্বার্থপর কথাটি একমাত্র যার ক্ষেত্রে হাস্যকর দেখায় তিনি হলেন ‘মা’। ‘মা’ হলেন পৃথিবীতে আমাদের জীবনে একমাত্র পরম বন্ধু যে বন্ধু কোনো স্বার্থ ছাড়াই আমাদের জীবনে সুখে দুঃখে পাশে থাকে। তিনি আমাদের জীবনে প্রথম শিক্ষক। একজন মা সন্তানের জন্য তার জীবনের সব আনন্দ বিসর্জন দিয়ে থাকেন। একজন মায়ের জীবনে যেমন শ্রেষ্ঠ পাওয়া হলো তার আদর্শ সন্তান তেমনি একজন আদর্শ সন্তানের জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো তার ‘মা’। আর এই মায়ের মৃত্যু আমাদের জীবনের সমস্ত আনন্দকে শোকে পরিনত করে দেয়। মায়ের মৃত্যুতে আমাদের শরীরের একটি বড় অংশ নিয়ে যায়। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয় না। তাই তো মায়ের মৃত্যু আমাদেরকে গভীরভাবে শোকাহত করে দেয়। আমরা মায়ের উপস্থিতিতে কখনো মায়ের মূল্য বুঝতে পারি না। একমাত্র তখনই বুঝতে পারি যখন আমাদের মাঝে আর ‘মা’ বেঁচে থাকে না। মায়ের সম্পর্কে আমরা যাই বলি না কেন সবটাই নিতান্তই কম বলা হবে। মায়ের মৃত্যু আমাদের জীবনে শুধু কষ্ট দিয়ে থাকে না পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছেটাকেও বিলীন করে দেয়। ‘মা’ বলে ডাকতে পারার মধ্যে কতটা প্রশান্তি আজ হাড়ে হাড়ে বুঝতে পারছি। আম্মু তুমি না থাকলে এতটা কষ্ট পাবো কখনো ভাবিনি। আল্লাহ আপনি আমার মাকে জান্নাতবাসী করুন । ‘রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী সাগীরা’।