চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা-বাবাকে হারিয়ে গুরুতর আহত শিশুসন্তান আরাধ্য বিশ্বাসকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ঢাকার স্থানান্তর করা হচ্ছে।
শুক্রবার (৪ এপ্রিল) চিকিৎসকদের পরামর্শে ঢাকা স্কয়ার হাসপাতালে তাকে স্থানান্তর করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
চমেক হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডা. ধীমান চৌধুরী জানিয়েছেন, শিশু আরাধ্যর মাথায় আঘাত লেগেছে, শরীরের অন্যান্য স্থানেও জখম হয়েছে। মাঝে মাঝে তার জ্ঞান ফিরলেও অবস্থা এখনও আশঙ্কাজনক।
ঝুঁকিমুক্ত রাখতে তাকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার বেলা ১১টায় আইসিইউতে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত, বুধবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহণের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ১০ আরোহী নিহত হন, যাদের মধ্যে ছিলেন আরাধ্য বিশ্বাসের বাবা দিলীপ বিশ্বাস ও মা সাধনা মণ্ডল।
দুর্ঘটনায় গুরুতর আহত শিশু আরাধ্যসহ আরও দুজনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত দুই শিশু কিশোর দুর্জয় মণ্ডলের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে অপর আহত কিশোরী প্রেমার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।
হাসপাতালের বেডে শুয়ে ছোট্ট শিশু আরাধ্য বারবার চোখ খুলে মা-বাবাকে খুঁজছে। তার দুর্বল হাত দুটো বাড়িয়ে যেন তাদের ডাকছে, কিন্তু উত্তর আসছে না। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা পরম মমতায় তাকে সেবা দিচ্ছেন। পরিবারের সবাইকে হারিয়ে নিঃসঙ্গ হয়ে পড়া এই শিশুটির চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উপদেষ্টা ফারুক ই আজম।অন্যদিকে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন ও শিশুটির জন্য ছুটে আসেন হাসপাতালে।