মা-বাবার সামনেই শিশুকে চাপা দিল বেপরোয়া মাইক্রো

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১ নভেম্বর, ২০২২ at ৬:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে মাইক্রোবাসের ধাক্কায় মো. সাইমন নামের ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা পৌনে ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি ফায়ার সার্ভিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু সাইমন সন্দ্বীপ উপজেলার মো. শামসুদ্দীনের ছেলে। তারা স্বপরিবার হাটহাজারীতে থাকেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানার সহকারী ট্রাফিক উপপরিদর্শক (এটিএসআই) মো. মোশারফ। তিনি বলেন, সাইমন তার বাবা-মার সাথে ফটিকছড়িতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। এ সময় ফায়ার সার্ভিস এলাকায় রাস্তা পার হওয়ার জন্য মা-বাবাসহ সড়কের একপাশে দাঁড়িয়েছিল। এক পর্যায়ে সে সড়কে গেলে মাইজভান্ডারগামী একটি মাইক্রোবাস এসে ধাক্কা দিল গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাইক্রোবাসসহ চালককে আটক করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআয়কর তথ্য সেবা মাস শুরু আজ থেকে
পরবর্তী নিবন্ধনন্দনকাননে সাবেক ছাত্রলীগ নেতার শোকসভা পণ্ড