বিশ্ব মা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশনের (এইচপিএফ) উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১১টায় রাউজানের কাপ্তাই রোডস্থ আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে স্বাস্থ্য সেবা প্রদান, চিকিৎসা সামগ্রী, উপহার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকারি চারুকলা ইনিস্টিটিউট চট্টগ্রামের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। প্রধান অতিথি ছিলেন ফুলকলি গ্রুপের মহা–ব্যবস্থাপক ও সমাজসেবক এম এ সবুর। বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শামসুল আলম, প্রাক্তন শিক্ষিকা মিনু দাশ, স.ম জিয়াউর রহমান, এড. মো. সাইদুল আলম রিজভী, হোসেন সৈয়দুর জামান, স্নিগ্ধা চক্রবর্ত্তী, সাইফুল ইসলাম। সহযোগিতায় ছিলেন শুভাশীষ বিশ্বাস, মো. এরশাদ, শরণ বড়ুয়া, ইঞ্জিনিয়ার জিয়া উদ্দিন, মো. নুর, অপু ধর, অমিত দাশ, পুলক চৌধুরী, বোরহান উদ্দিন গিফারী, রুপন চৌধুরী, রাজীব সেন, রানা দাশ, নয়ন দাশ, সবিতা দত্ত, উৎপল সেন, ছোটন দে, মাহবুব আলম, সুমন চৌধুরী, অন্তু, শান্তজিৎ, রনি, হৃদয়, পপি, প্রিয়া, সুতপা, অনন্যা, ববি, কান্তা, সুমি, মানসী, রাধিক, অন্তুজিত, মানসী, সুমি, আরশী, পূজা প্রমুখ। অনুষ্ঠানে বৈদ্যুতিক পাখা, ডায়াবেটিস পরীক্ষা মেশিন, প্রেশার মেশিন, জরুরি ওষুধ, রান্না করা খাবার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।