মা বাবাকে নিয়ে দুটো কথা

হুমায়ুন কবির | সোমবার , ৬ নভেম্বর, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

মা বাবা তার সন্তানকে লালন পালন করে বড় করে সেটা তাদের দায়িত্ব ও কর্তব্য। সন্তান যখন বড় হয় তখন মা বাবার প্রত্যাশা থাকে সন্তানের সফলতা, সমৃদ্ধি, শান্তি আর সন্তান তার মা বাবার সকল দায়িত্ব পালন করবে। প্রতিটি সন্তানের দায়িত্ব তার মা বাবার সেবা করা। প্রতিটি মানুষ তার সন্তানের শ্রদ্ধা, ভক্তি, সেবা, কল্যাণকর কর্ম প্রাপ্তি প্রাপ্য। যে সন্তান নিজের মা বাবার দায়িত্ব পালনকে অবহেলা করে সে সন্তান আসলে অমানুষ। মা বাবা সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য দিনভর শ্রম দেন। নিজে না খেয়ে না পরে সন্তানদের ভরণপোষণ দেন, বড় করে তুলেন। যতোটুকু প্রাপ্য ততোটুকু না দিতে পারলেও যথসামান্যই দেন তার পিছনে স্বপ্নই কাজ করে। সন্তান বড় হয়ে অবহেলা করবে তা ঘুণাক্ষরেও কামনা করে না। প্রতিটি সন্তানের উচিত তাদের নিজেদের সেরাটা দিয়ে পিতা মাতার সেবা করা। পিতা মাতার মর্যাদা পালন করা। পৃথিবীর কোনো পিতামাতা খারাপ না। এই শব্দটি একটি পবিত্র শব্দ। ব্যক্তিকেন্দ্রিক খারাপ হতে পারে তা নিয়ে মতপার্থক্য থাকতে পারে কিন্তু মানুষ হিসেবে আমাদের সবার উচিত নিজেদের সর্বোচ্চটা দিয়ে পিতামাতার জন্য কিছু করার চেষ্টা করা। হয়তো পরিস্থিতির কাছে আমরা হেরে যাই কিন্তু মনোবাসনা যেন হেরে না যায় সেটাই হোক সকল সন্তানের কামনা। প্রতিটি ধর্মে মা বাবার সেবা করাকে পূণ্যের হিসেবে গণ্য করেছে। ইসলাম ধর্মতো এটাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এমন সম্মান দ্বিতীয়টি নেই। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। যাদের মা বাবা বেঁচে আছেন তাদের দীর্ঘায়ু কামনা করি। যাদের মা বাবা ইহজগতে নেই তাদের জন্য দোয়া করি। আল্লাহ সকল মৃত মা বাবাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আর যেসব সন্তান মা বাবা বেঁচে থাকার পরেও দায়িত্ব পালন করছে না তাদের হেদায়াত দান করুন। যেন তারা খুব শীঘ্রই মা বাবার সেবায় নিয়োজিত হন।

পূর্ববর্তী নিবন্ধহে ভালোবাসা আমাকে তোমার কাছেই রেখো
পরবর্তী নিবন্ধমা-বাবা বিধাতার শ্রেষ্ঠ উপহার