রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তুমি রবে নীরবে’ শিরোনামের গানটি নিয়ে একটি ভিডিও চিত্র নির্মাণ করেছেন পরিচালক চয়নিকা চৌধুরী। যেখানে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। আগামী ১১ মে আন্তর্জাতিক মা দিবসে প্রচারের জন্য এই ভিডিওটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন চয়নিকা।
ভিডিও চিত্রের গল্পে তিনি তুলে ধরেছেন এক নিঃসঙ্গ মায়ের জীবনের গল্প। যে জীবনে মা অপেক্ষা করে থাকেন তার হারিয়ে যাওয়া মেয়ের ফেরার অপেক্ষায়। এখানে মায়ের চরিত্রে অভিনয় করেছেন মৌ ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মডেল নিদ্রিতা সরকার। খবর বিডিনিউজের।
গানটি গেয়েছেন প্রবাসী শিল্পী গজল শিল্পী শিরিন চৌধুরী। ভিডিওর চিত্রগ্রহণে ছিলেন সুমন হোসেন ও এইচ এম জামান। আর প্রযোজনা করেছে সিংগিস্টিক প্রযোজনা সংস্থা।
গানটি নিয়ে চয়নিকা চৌধুরী বলেন, ‘তুমি রবে নীরবে’ গানের ভিডিও চিত্রটি সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এক চিরন্তন উৎসর্গ। মৌ তার অনবদ্য অভিনয় দিয়ে নিঃশব্দ ভালোবাসা, প্রতীক্ষা ও মাতৃত্বের ব্যথা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, কাজটিকে আরও প্রাণবন্ত করেছেন। আশা করছি, মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে।
মা দিবসে ভিডিও চিত্রটি প্রচার হবে একটি বেসরকারি টেলিভিশন স্টেশনের পর্দায়। টেলিভিশন স্টেশনের নাম ও সময় পরে প্রকাশ করবে প্রযোজনা সংস্থা।