মা দিবস উপলক্ষে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আয়োজন করা হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওমর ফারুকের মা’র বিশেষ প্রদর্শনী। মা দিবসের ঠিক আগের দিন আগামী ১৩ মে বিকেল ৫টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে দেখানো হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। সত্য ঘটনার ছায়া অবলম্বনে এটি নির্মাণ করেছেন জাহিদুর রহমান। সত্য একটি ঘটনা। প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ। গল্পটা পিরোজপুর জেলার আমড়াঝুড়ি কাউখালী উপজেলার আশোয়া আমড়াঝুড়ি নামক স্থানের একজন মুক্তিযোদ্ধা ওমর ফারুক আর তাঁর মায়ের। ওমর ফারুক ২১ বছরের যুবক, ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের ভিপি।
ওমর ফারুক বঙ্গবন্ধুর আদর্শের নির্ভীক যোদ্ধা। স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু করেন। ১৯৭১ সালে ২৩ মার্চ পিরোজপুরের টাউন ক্লাব চত্বরে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন ওমর ফারুক, পুড়িয়ে ফেলেন শহরের যত পাকিস্তানি পতাকা। এক সন্ধ্যায় অন্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে পিরোজপুরের ট্রেজারি ভেঙে লুট করেন অস্ত্র। আত্মগোপনে থেকে সুসংগঠিত করতে থাকেন মুক্তিযোদ্ধাদের। যুদ্ধের সময় এক রাতে মাকে কথা দিয়ে গিয়েছিলেন রাতে ফিরে মায়ের হাতে ভাত খাবেন। ওমর ফারুকের আর ফেরা হয়নি। সেই রাতে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়ার সময় তাঁর কাছে স্বাধীন বাংলাদেশের সাতটি পতাকা পায় পাকিস্তানি সেনারা। পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নাটকীয় মৃত্যু হয় তার।











