মা-কে হত্যার অভিযোগে মার্কিন নারীর ২৬ বছরের কারাদণ্ড

| শুক্রবার , ১৯ জানুয়ারি, ২০২৪ at ৬:৩৩ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ছুটি কাটানোর সময় মাকে হত্যা করা এবং লাশ স্যুটকেসে ভরে রাখতে সাহায্য করায় হিথার ম্যাক নামের এক নারীকে ২৬ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। ২০১৪ সালে ওই হত্যাকাণ্ড ঘটে। প্রেমিক টমি শেফারের সঙ্গে চক্রান্ত করে হিথার ম্যাক তার মা উইজি ম্যাককে হত্যা করেছিলেন। ট্রাস্ট ফান্ডের ১৫ লাখ ডলার পাওয়ার জন্য উইজিকে হত্যা করা হয়। বিবিসি জানায়, ঘটনায় হিথার ম্যাককে ২০১৫ সালে ইন্দোনেশিয়ায় দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। খবর বিডিনিউজের।

তবে ২০২১ সালে তাকে মুক্তি দেওয়া হয়। এরপর যুক্তরাষ্ট্রে গেলে সেখানে তিনি আবার গ্রেপ্তার হন এবং তার বিরুদ্ধে মার্কিন নাগরিক হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। ২ বছর ধরে শিকাগো কারাগারে আছেন হিথার। বুধবার মার্কিন আদালতের বিচারক ম্যাথিউ কেনেলি হিথার ম্যাকের কারাদণ্ডের রায় দেন।

পূর্ববর্তী নিবন্ধসিঙ্গাপুরের মন্ত্রীর বিরুদ্ধে বিরল দুর্নীতি মামলা
পরবর্তী নিবন্ধমহাবিশ্বের আদিমতম ব্ল্যাক হোলের খোঁজ পেলেন জোতির্বিদরা