ভদন্ত প্রজ্ঞাজ্যোতি ভিক্ষু চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের চিকিৎসা শিক্ষা এবং গবেষণা কাজের উন্নয়নে মরণোত্তর তাঁর দেহ দানের অঙ্গিকার করেছেন। গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের সভায় তাঁর দেহদানের যাবতীয় মূল নথিপত্র তিনি কলেজ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস.এম. মোরশেদ হোসাইন, ভাইস–চেয়ারম্যান আবদুল মান্নান রানা, ডাঃ মোঃ পারভেজ ইকবাল শরীফ, ট্রাস্টি বোর্ডের ম্যানেজিং ট্রাস্টি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট ম্যানেজিং ট্রাস্টি ডাঃ কামরুন নাহার দস্তগীর, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ডঃ মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, ট্রাস্টি বোর্ডের মেম্বার মোহাম্মদ শহীদ উল্লাহ, ছৈয়দ ছগির আহমদ, অধ্যাপক ডাঃ কামরুন নেসা (রুনা), মোঃ আলমগীর পারভেজ, অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন মাহমুদ, অধ্যাপক ডাঃ মোঃ জাহিদ হোসেন শরীফ এবং এ.এস.এম, জাফর।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অসীম কুমার বড়ুয়া এবং হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক। ভদন্ত প্রজ্ঞাজ্যোতি ভিক্ষুর মহৎ উদ্যোগের জন্য কর্তৃপক্ষের পক্ষ হতে তাঁকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।












