মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে মরণোত্তর দেহ দেবেন দম্পতি

কর্তৃপক্ষের কাছে অঙ্গীকারপত্র হস্তান্তর

| রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ১০:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক কর্মকর্তা মৃদুল বিকাশ চৌধুরী ও তার সহধর্মিনী বন্দনা চৌধুরী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য মরণোত্তর দেহ প্রদানের অঙ্গীকার করেছেন। এই দম্পতি গতকাল শনিবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষের নিকট এই সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন। এই সময় হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এস. এম মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারি মো. রেজাউল করিম আজাদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজমুল হক খান, কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ডা. মো. পারভেজ ইকবাল শরীফ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার) সৈয়দ আজিজ নাজিমউদ্দীন, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার লায়ন এস এম কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, ডোনার মেম্বার মো. শহীদউল্লাহ, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আলমগীর পারভেজ, প্রফেসর (ডা.) নাসির উদ্দিন মাহমুদ, ডা. ফজল করিম বাবুল, প্রফেসর ডা. জাহিদ হোসেন শরীফ, মো. হারুন ইউছুফ, এ এস এম জাফর, ছৈয়দ ছগির আহমদ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া, উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপপরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এস.এম মোরশেদ হোসেন, মৃদুল বিকাশ চৌধুরীকে তার এই মহতী কাজের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহারানো ছয় মোবাইল উদ্ধার করল আর্মড পুলিশ
পরবর্তী নিবন্ধজাতীয় পার্টির মহানগরের আলোচনা সভা