চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ২০২৪–২০২৫ (১ম ব্যাচ) শিক্ষাবর্ষের বি.ডি.এস কোর্সের ওরিয়েন্টেশন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়ার সভাপতিত্বে গত ২৪ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ। শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে এবং ১ মিনিট নিরবতা পালন করা হয়। যারা আহত হয়েছেন তাদের সমবেদনা জ্ঞাপন করা হয়।
প্রধান অতিথি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের বি.ডি.এস কোর্সের শিক্ষা কার্যক্রমের উদ্ধোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এস.এম. মোরশেদ হোসাইন, ম্যানেজিং ট্রাস্টি মো. রেজাউল করিম আজাদ, ট্রাস্টি বোর্ডের জয়েন্ট ম্যানেজিং ট্রাস্টি মো. জাহিদুল হাসান, অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবহান চৌধুরী ও ডা.মো. বেলায়েত হোসেন ঢালী এবং ডা. মোহাম্মদ সানোয়ার আলম। বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এ.এস.এম. মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরল হক, ডা. এ. কে.এম. আশরাফুল করিম। স্বাগত বক্তব্য রাখেন ডা. মো. কামরুল হাসান। শিক্ষক–শিক্ষিকাবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. সাহেদা খানম।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. আল ফোরকান। প্রভাষক ডা. জেরিন তাসনিম এবং প্রভাষক ডা. মো. সাদ উল্লাহ চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবকসহ প্রতিষ্ঠানের প্রি–ক্লিনিক্যাল, প্যারা–ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল বিভাগ সমূহের অধ্যাপকসহ বিভাগীয় প্রধানবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।