মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিদর্শন টিম

| সোমবার , ২১ অক্টোবর, ২০২৪ at ১২:০৮ অপরাহ্ণ

উপযোজন নবায়নের নিমিত্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি পরিদর্শন টিম গত শনিবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ পরিদর্শন করেন। পরিদর্শন টিমের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার, কলেজ পরিদর্শক প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ এবং জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এস.এম. মোরশেদ হোসাইন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ অনুপম বড়ুয়া, অবস্‌ এণ্ড গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সিরাজুন নুর, শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডাঃ দিদারুল আলম, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ জালাল উদ্দিন, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শাহেদা খানম, মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ নাহিদ সুলতানা এবং ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ রোজিনা হক প্রমুখ।

পরিদর্শন কমিটির সদস্যরা কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে প্রত্যক্ষ করেন এবং গৃহিত বিভিন্ন কার্যক্রমে ভূয়সী প্রশংসা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ উপজেলা মডেল মসজিদের স্থান পরিদর্শনে ধর্ম উপদেষ্টা
পরবর্তী নিবন্ধপলিথিন ব্যাগ মুক্ত বাজারকে পুরস্কার দেয়া হবে : পরিবেশ উপদেষ্টা