মা ও শিশু হাসপাতাল পরিদর্শনে বিএনপি নেতা আসলাম চৌধুরী

| বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১১:০৮ পূর্বাহ্ণ

বিএনপি নেতা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী গত ০৭ জানুয়ারি মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

সভায় সভাপতিত্ব করে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান, মো. সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, মঞ্জুরুল আলম মঞ্জু, হানিফ সওদাগর, আমান মুরাদ, ইসমাইল হোসেন বালি, মোহাম্মদ জহিরুল ইসলাম, জেসিকা খানম প্রমুখ। বিএনপি নেতা আসলাম চৌধুরী হাসপাতালের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। কমিটির নেতৃত্বে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল আরো সামনের দিকে এগিয়ে যাবে এবং চট্টগ্রামবাসীর স্বাস্থ্য সেবায় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই প্রত্যাশা করেন।

হাসপাতাল পরিদর্শনে আসার জন্য তাকে কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। এর আগে তিনি অত্র হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহানগর সদস্য সচিব নাজিমুর রহমানের চিকিৎসা সংক্রান্ত খোঁজ খবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশহীদ আবু সাঈদের নামে বিএসএমএমইউ’র কনভেনশন সেন্টার
পরবর্তী নিবন্ধতদন্তকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে