মা ও শিশু হাসপাতাল পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান

| বুধবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৪০ পূর্বাহ্ণ

জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম গত ৫ ফেব্রুয়ারী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন। এসময় হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারি মো.রেজাউল করিম আজাদ, কার্যনির্বাহী কমিটির ডোনার সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ, পরিচালক প্রশাসন ডা. মোহাম্মদ নুরুল হক,উপপরিচালক প্রশাসন মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপপরিচালক ফিনান্স মনজুরুল আলম চৌধুরী, ডা. এ কে এম আশরাফুল করিম, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. শেফাতুজ্জাহান, মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। জেলা পরিষদ চেয়ারম্যান হাসপাতালের আইসিইউ ও নবনির্মিত ক্যান্সার ইন্সটিটিউট পরিদর্শন করেন। হাসপাতালের সার্বিক কার্যক্রম বিশেষ করে ক্যান্সার ইন্সটিটিউটের সেবা কার্যক্রম দেখে তিনি খুবই সন্তোষ প্রকাশ করেন। তিনি উপস্থিত রোগীদের সাথেও কথা বলেন। রোগীরা এখানকার সেবাই বিশেষ করে রেডিও থেরাপি সেবা পেয়ে খুবই খুশি। তিনি মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে এই সাহসী পদক্ষেপের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন এই ক্যান্সার মেশিন স্থাপনের ফলে চট্টগ্রামের রোগীরা অনেক উপকৃত হবে।হাসপাতাল কর্তৃপক্ষের দাবির প্রেক্ষিতে জেলা পরিষদ চেয়ারম্যান জেলা পরিষদের অর্থায়নে হাসপাতালে ২টি দৃষ্টিনন্দন গেইট ও হাসপাতালের সীমানা দেয়াল নির্মাণ করে দেয়ার প্রশ্রিুতি দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসদরঘাটে রাহাত ওপাল প্রকল্প হস্তান্তর
পরবর্তী নিবন্ধবিশ্ব সুন্নী আন্দোলনের আলোচনা সভা