মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ও নার্সিং কলেজে শিরাবরণ এবং শপথ গ্রহণ

| বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ও নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারি কোর্সের ২০২৪২০২৫ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শামসুন নাহার খান নার্সিং কলেজের অধ্যক্ষ স্মৃতি রানি ঘোষ। ছাত্রছাত্রীদের শপথ বাক্য পাঠ করান নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ঝিনু রানী দাশ।

বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, সদস্য মোহাম্মদ আবুল হাশেম, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নার্সিং একটি মহৎ পেশা। এই পেশায় মানব সেবার মাধ্যমে দুনিয়ায় এবং পরকালে সম্মান অর্জন করা সম্ভব। সভায় বক্তারা গতকালকের শপথকে জীবনের শেষ দিন পর্যন্ত অন্তরে ধারণ করা এবং সে অনুযায়ী কাজ করার আহ্বান জানান।

বক্তারা নার্সদের রোগীদের সাথে ভালো ব্যবহার করার জন্য অনুরোধ করেন। একজন রোগীকে নার্সদের উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল থাকতে হয়। তাদের একটু ভালো ব্যবহার, একটু সহানুভূতি রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে পারে, বলেন বক্তারা।

বক্তারা আরো বলেন, বিশ্বব্যাপী নার্সের ব্যাপক চাহিদা রয়েছে। সেই লক্ষ্যে আমাদের নার্সদের বিদেশে কাজ করার জন্য দক্ষ করে গড়ে তুলতে হবে। বর্তমানে নার্সিং পেশায় উচ্চ শিক্ষার ব্যাপক সুযোগ রয়েছে। আমাদের নার্সদের সেই সুযোগ গ্রহণ করতে হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নার্সিং ইনস্টিটিউট ও কলেজের লেকচারার জান্নাতুল মাওয়া নিমিল ও জান্নাতুল মাওয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেমিতে চট্টগ্রাম হেরে গেল দিনাজপুরের কাছে
পরবর্তী নিবন্ধবিকাশে টাকা পাঠানোর পর জাল নোট দিয়ে পালানোর চেষ্টা, ধরা