মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউটের নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম

| রবিবার , ২৩ জুন, ২০২৪ at ৭:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ও শামসুন নাহার খান নার্সিং কলেজের ২০২৩২০২৪ শিক্ষাবর্ষের নবাগত ছাত্রছাত্রীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং ২০১৯২০২০ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান গতকাল নার্সিং গ্যালারিতে অনুষ্ঠিত হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি ডক্টর মোঃ আবদুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মহিউদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শামসুন নাহার খান নার্সিং কলেজের প্রিন্সিপাল স্মৃতি রানি ঘোষ ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ঝিনু রানি দাশ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কার্যনির্ববাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি মোঃ শহীদ উল্লাহ, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, মোঃ আহসান উল্লাহ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক। প্রধান অতিথি ডক্টর আবদুল করিম বলেন, নার্সিং একটি মহান পেশা। এই পেশা আন্তর্জাতিকভাবে একটি সম্মানিত এবং সমাদৃত পেশা। ইউরোপ, আমেরিকা ও মধ্য প্রাচ্যের দেশ গুলোতে প্রচুর নার্সের চাহিদা রয়েছে। এজন্য আমাদেরকে নিজেদের দক্ষ হিসেবে তৈরি করতে হবে। বিদেশে নার্সিং পেশায় কাজ করতে হলে অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শি হতে হবে। ভাল ইংরেজি জানতে হবে এবং কমিউনিকেট করতে হবে। তিনি হাসপাতালের নার্সিং শিক্ষার্থীদের নার্সিং কারিকুলামের পাশাপাশি ইংরেজি শিখার জন্য এবং ইংরেজি ভাষায় পারদর্শিতা অর্জনের জন্য বিশেষ প্রশিক্ষনের ব্যবস্থা নেয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জয়েন্ট ট্রেজারার এস এম কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, এ এস এম জাফর, মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডাঃ এ কে এম আশরাফুল করিমসহ নার্সিং ইনষ্টিটিউট ও নার্সিং কলেজের শিক্ষকশিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্লাটিনাম জয়ন্তীতে কর্ণফুলী আওয়ামী লীগের বর্ণাঢ্য র‌্যালি
পরবর্তী নিবন্ধআ. লীগ সরকারের নেতৃত্বে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ