চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ওয়ার্ল্ড অর্থোডন্টিক ডে পালন করা হয়। এই উপলক্ষে ডেন্টাল ইউনিটে বিভাগীয় প্রধান ডা. কামরুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রসিডেন্ট সৈয়দ মো. মোরশেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডা. কামরুন্নাহার দস্তগীর। বক্তব্য রাখেন মেডিকেল কলেজের অ্যাডভাইজার প্রফেসর এএসএম মোস্তাক আহমেদ, প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া ,পরিচালক প্রশাসন ডা.মো. নুরুল হক, প্রফেসর ডা.এম. জালাল উদ্দীন, ডা.একেএম আশরাফুল করিম, প্রফেসর ডা. জেসমিন আবেদীন, প্রফেসর ডা.শাহেদা সুলতানা, প্রফেসর ডা. আসমা মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে ডেন্টাল ইউনিটের চিকিৎসক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা অর্থোডন্টিক সেবার বিষয়ে গুরুত্বারোপ করেন। এই উপলক্ষে কেক কাটা হয়। প্রেস বিজ্ঞপ্তি।